Header Ads

Header ADS

সাত বছর আগে করোনা ভাইরাস আসছে বলে মানুষদেরকে হুঁশিয়ারি করেছিলেন এক ব্যক্তি।

মার্কো নামক জৈনক ব্যক্তি সাত বছর আগে করোনাভাইরাস আসতেছে বলে পূর্বাভাস দিয়েছিলেন। অবাক করা বিষয় হলেও সত্য যে,  এই সম্পর্কে গত 13 ই মার্চ 2020 সালে কালের কন্ঠে এই শিরোনামে যে, 'করোনাভাইরাস আসছে সাত বছর আগে এক ব্যক্তি টুইট করেছিল।' কি তার পরিচয় তেমন কিছু এখন পর্যন্ত জানা যায়নি এ ব্যাপারে কালের কণ্ঠ কর্তৃপক্ষই ভালো জানেন কারণ তারাও কোনো উল্লেখযোগ্য পরিমাণ তথ্য পেস্ট করেন নি। কালের কণ্ঠের প্রতিবেদনে বলা হয় যে,



"এক ব্যক্তি বছর সাতেক আগেই বলেছিলেন ‘করোনা আসছে।’ শুনতে আজব লাগলেও এটাই সত্যি। ট্যুইটটি করা হয়েছে ২০১৩ সালে। আর আজ ২০২০ সালে ছড়িয়ে পড়ছে সেই ভাইরাস। সত্যিই অবাক হয়ে যাচ্ছেন অনেকে। আচমকা ভাইরাল হয়ে গিয়েছে সেই ট্যুইট।

কেউ বলেছেন, ‘মার্কো আমরা কী সবাই মরে যাব?’ আবার কেউ বলেছেন, ‘আপনি কী ট্যুইটার হ্যাক করে তারিখটা বদলে দিয়েছেন?’ কোথা থেকে এমন আজব ট্যুইটের উদ্ভব হল, তা সত্যিই ভাবার বিষয়।"
 

( কালের কণ্ঠের সেই প্রতিবেদনটি পড়তে এই লিঙ্কে যান)


এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে, যদি এই 'করোনা ভাইরাস' যা গোটা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করেছে, তা যদি প্রাকৃতিক অথবা স্রষ্টা কর্তৃক বিপর্যয় হয়ে থাকে, তাহলে সাত বছর আগে ওই ব্যক্তি কিভাবে এই বিষয়ে অবগত হয়েছিল? যদি কোন ব্যক্তি অথবা প্রাকৃতিক বিপর্যয় সম্পর্কে অবগত হতে হয় তাহলে তাকে অবশ্যই কোন না কোনভাবে বহির্বিশ্ব থেকে সংবাদ প্রাপ্ত হতে হবে।


"সাধারণত বহির্বিশ্ব থেকে কোন ব্যক্তি সংবাদ এক নাম্বার স্রষ্টার পক্ষ থেকে। এক নাম্বার স্রষ্টার পক্ষ থেকে, আর দ্বিতীয় টি হল শয়তানের পক্ষ থেকে। যিনি স্রষ্টার পক্ষ থেকে সংবাদ প্রাপ্ত হন তাকে আমরা নবী বলি আর তার সংবাদ কে বলে থাকি ওহী।"

যেহেতু মার্কো এ দুটোর কোনটাই ছিলেন না তাই তিনি কোন না কোনভাবে জেনেছেন যে, করোনা ভাইরাস এর কোথাও না কোথাও গবেষণা চলছে, জাতির কাছে তা টুইটে ব্যক্ত করে গেছেন।



আমরা জানিনা  কোনটি সত্যি। তবে এরকম আরো কিছু তথ্য আমি আপনাদেরকে দিব। যা করোনা ভাইরাস সম্পর্কে আমাদেরকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিবে। এ প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদেরকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। আরো কিছু তথ্য উপাত্ত সংগ্রহ করতে হবে। যার উপরে ভিত্তি করে দাঁড়িয়ে আমরা বলতে পারব করোনা ভাইরাস কি প্রাকৃতিক ভাবে সৃষ্ট নাকি মানব সৃষ্ট।



আরোপড়ুন!


[ করোনা ভাইরাস পরিচিতি, সংক্রমণ, প্রাথমিক লক্ষণ, উৎপত্তি,জৈব রাসায়নিক অস্ত্র, দ্যা আইজ অফ ডার্কনেস উপন্যাস, সাবেক ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট, সর্বশেষে আমার বিশ্লেষণ। ]

[ করোনা ভাইরাস বা (COVID-19) 'এইজ অফ ডার্কনেস' উপন্যাসে যা বলা হয়েছ। ]

[ করোনা ভাইরাসের গঠন কেমন। ]


করোনা ভাইরাস কিভাবে মানুষের মাঝে আসলো। ]

[ করোনা ভাইরাসে প্রথম আক্রান্ত মানুষ কে? ]

[ করানো ভাইরাসের প্রাথমিক লক্ষণ ও বাচার উপায়। ]





























No comments

Theme images by Deejpilot. Powered by Blogger.