Header Ads

Header ADS

হারবী কাফের ও গুপ্তহত্যা

আলহামদুলিল্লাহ! আল্লাহপকের অশেষ মেহেরবাণীত আমরা এই পর্যন্ত মোটামুটি বেশ করয়েকটা বিষয়ে আলোচনা করেছি। আজকে আরো একটি বিষয় আলোচনা করব। আজকে যে বিষয়টা আলোচনা করতে চাই, তা একটি বিতর্কি বিষয়। আপনারা হয়তো জেনে থাকবেন নাস্তিকতা ব্যাপক হারে বৃদ্ধি পেছে। তারা ইসলামকে সমূলে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। তাদের ইসলাম বিরোধী যে সমস্ত কার্যক্রম পরিচালিত হয় তার মাঝে সর্বপ্রথম হলো ইসলামের দোষ-ত্রুটি খুঁজে বের করা। এই লক্ষ্যকে সামনে রেখে তারা তাদের সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তার মাঝে প্রথম হল ইসলামের বিভিন্ন বিধি বিধান কি ভুল প্রমান করা দ্বিতীয়তঃ মুহাম্মদ সঃ এর চরিত্র হনন করা। এ লক্ষ্যে তারা লেখালেখি ইউটিউব ভিডিও ইত্যাদি ভুলভাল তথ্য দিয়ে মানুষের সামনে তুলে ধরেছে যাতে ইসলাম মানুষের কাছে মিথ্যা বলে প্রমাণিত হয় আর যদি তারা এই কাজ সফলভাবে করতে সক্ষম হয় তবে ইসলামকে তারা চিরতরে নিশ্চিহ্ন করতে পারবে। এ বিষয়ে মহান আল্লাহ তায়ালা বলেনঃ

يُرِيدُونَ أَنْ يُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَيَأْبَى اللَّهُ إِلَّا أَنْ يُتِمَّ نُورَهُ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ

অর্থঃ তারা আল্লাহর নূরকে নির্বাপিত করতে চায় তাদের মুখের (ফুঁক) দ্বারা, কিন্তু আল্লাহ তো তাঁর নূর পরিপূর্ণ করা ছাড়া অন্য কিছু চান না, যদিও কাফিররা অপছন্দ করে। [আল-বায়ান]
(সূরা তাওবা-৩২)


No comments

Theme images by Deejpilot. Powered by Blogger.