ইসলাম কে পৃথিতে বয়ীবেষে রাখতে হলে আমাদের প্রথম যে লক্ষ্য স্থির করতেষহবে।
আমার যারা চাই সঠিক ইসলাম পৃথিতে ছড়িয়ে পড়ুক! ইসলাম পৃথিতে বিজয়ীবেশ থাক! আমার সর্বপ্রথম কাজ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুযায়ী দ্বীন কে আঁকড়ে ধরা।
আমরা এখন মুসলমানরা নবী সঃ জীবনের কোন পর্যায়ে আছি, এটুকু আমরা থেকে আগে বুঝতে হবে, মাক্বি জীবন নাকি মাদানী জীবন?
নবুয়ত পূর্ব জীবন না কি নবুয়তে পরবর্তী জীবন?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পূর্ব জীবনে তিনি আরবদের মাঝে আলামিন, সাদেক, আদেল, অতিথিপরায়ন, পরউপকারী নামে পরিচিত ছিলেন। তার প্রথম চল্লিশ বছর জীবনে ছিলেন আলামিন, সাদেক, ন্যায়পরায়ণ, অতিথি পরায়ণ এবং পরউপকারী হিসেবে মানুষ তাকে ডানতো!
বর্তমানে মুসলিম উম্মার যারা ইসলামকে রিপ্রেজেন্ট করছেন তাদের কেউ এই উপাধিগুলো পেয়েছেন কি? কোন দ্বীনদার ব্যক্তি আপনাকে বিশ্বাস করে কি? কোনদিনী ভাই আপনাকে সত্যবাদী হিসেবে জানেন কি? কোনদিনই ভাইয়ের কাছে আপনি আমানতের খেয়ানত করবে না এরকম নিশ্চয়তা আছে কি? আমি আপনাকে কোন অমুসলিমের কাছে এই কোয়ালিটি অর্জনের কথা বলছি না আপনার দ্বীনি ভাইদের কাছে কথা বলছি।
এই সকল প্রশ্নের উত্তর যদি না হয়, তাহলে আমাদের উচিত প্রথম উত্তর গুলোকে হ্যাঁ বোধক শব্দ পরিণত করার জন্য চেষ্টা করা।
No comments